ন্যাশনাল হেল্পডেস্ক অ্যাপ '৯৯৯'র উদ্বোধন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৬, ০৪:০৯ এএম

ন্যাশনাল হেল্পডেস্ক অ্যাপ '৯৯৯'র উদ্বোধন করলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনী অনুষ্ঠানে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করেন তিনি।

এ সময় পলক জানান, ৯৯৯ নম্বরটিতে ফোন করতে কোনো টাকা লাগবে না। আগামী ২ মাস পরীক্ষামূলকভাবে এটা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই নম্বরে ফোন করা যাবে।

তিনি জানান, ৯৯৯ নম্বরে ফোন করে সব ধরনের জরুরি সেবা পাওয়া যাবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: