রেলওয়ে থানার উদ্যোগে গণ সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, ০৭:৪৮ পিএম

দিনাজপুর রেলওয়ে থানার উদ্যোগে গণ সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টায় দিনাজপুর রেলওয়ে থানা প্রাঙ্গণ হতে দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রেল স্টেশন, বাহাদুর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার মো. গোলাম মোস্তফা, স্টেশন মাস্টার সুনীল কুমার, রেলওয়ে থানার এসআই মো. জিয়াউল হক জিয়া, রেল স্টেশনের প্রধান টিকিট কালেক্টর ও প্রধান গুডস্ সহকারী মো. শামসুল হক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান মো. আনোয়ার হোসেনসহ রেলওয়ে থানার সকল পুলিশ সদস্য, রেল স্টেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেল স্টেশনে অবস্থিত বিভিন্ন দোকানের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালিতে “মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের উপর দিয়ে হাটবেন না বা রেললাইন পার হবেন না, রেললাইনের উপর বসে থাকবেন না, রেললাইন পার হবার সময় ভালো করে দেখেশুনে সতর্কতার সাথে পার হন, শিশুদের রেললাইনের উপর খেলতে বা হাঁটতে দিবেন না, রেলগেটে বেরিয়ার ফেলানো থাকলে রেললাইন পার হওয়া থেকে বিরত থাকুন, রেললাইনের উপর গবাদি পশু চড়াবেন না, রেললাইন সংলগ্ন দোকানপাট বাজার বসাবেন না এবং বয়ষ্ক বধির প্রতিবন্ধী অন্ধ ব্যক্তিদের রেললাইন পারাপারে সহায়তা করুন” লিখা এক বিশাল ব্যানার বহন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: