পাইরেসির পর এই প্রথম মুখ খুললেন অমিতাভ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৬, ০৬:৩৮ পিএম

বিনোদন ডেস্ক: চলতি বছরের সবথেকে ব্যবসা সফল ছবি আয়নাবাজি। সমালোচকদের প্রশংসায় সিক্ত সিনেমাটি। আর দর্শকদের ভালোবাসায় ধন্য।

তবে দু:খজনক বিষয় একটি ডিজিটাল প্ল্যাটফর্শ থেকে পাইরেসি আয়নাবাজি সিনেমাটি। এ নিয়ে উঠে নানা মহলে নিন্দার ঝড়।কারিগরী অসচেতনতার সুযোগে কিছু ভিডিও চোর আয়নাবাজির একটি দুর্বল প্রিন্ট ছড়িয়ে দিয়েছে অনলাইনের সর্বত্র।

এতে করে যদিও সিনেমা হলের ব্যবসায় কোনো প্রভাব পড়তে দেখা যায়নি, তারপরও সিনেমাপ্রেমীরা উদ্বিগ্ন। এরইমধ্যে অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজির সার্থক পরিচালক ছিলেন অন্তরালে।

অমিতাভ কর্মসূত্রে বর্তমানে রয়েছেন মুম্বাইতে। পাইরেসির বিষয়টি জানার পর খুললেন তিনি।অমিতাভ বলেন, আজ আপনাদের সামনে খুব ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই। আয়নাবাজি আমার আর আমার প্রোজযেকের প্রথম সিনেমা। সুতরাং সকল ভুল ত্রুটি সীমাবদ্ধতা সহ আমি গত চার বছর অক্লান্ত পরিশ্রম করে সিনেমাটা বানিয়েছি, যার এক বিন্দু ছাড় দেই নাই কোনো কিছুতে। সিনেমা একটা collaborative art . আমি একা কিছুই করতে পারতাম না।

অনেক মানুষের পরিশ্রম এখানে আছে। এই সব কিছু সম্ভব হয়েছে যখন আমার উপর ভরসা করে কেউ লগ্নি করেছে। সিনেমা মুক্তির আগে আয়নাবাজি কেউ স্পনসর করতে এগিয়ে আসে নাই। আমার আপত্তি ছিলো কোনো নিবেদিত আয়নাবাজি হতে দিবো না। মাত্র ২০ হলে আমাদের সিনেমা নিয়েছিল, যা আয়নাবাজির লগ্নি আসার অসম্ভব কিছু।

তারপর ভরসা করে আমরা মুক্তি দেই । কোনো প্রিমিয়ার শো ছাড়া সারা বাংলাদেশের মানুষের জন্য মুক্তি দেয়া হয়েছে । টিকেট কেটে সিনেমা দেখাই ছিল আমের ক্যম্পেইনের উদ্দেশ্য । আমি, চঞ্চলভাই সহ সবাই টিকেট কেটে সিনেমা দেখেছে। আমাদের ডিজিটাল পাটনার হলো শুধু রবি।

রবি কাছে সিনেমার রাইট বেঁচার প্রশ্নই আসে না। শুধু মাত্র রবি টিভিতে অর্থাৎ মোবাইল ডিভাইস ছাড়া এটা আর কোথাও দেখা যাবে না । তাও তিনদিনের জন্য , কেউ সাবস্ক্রাইব করলে আমরা revenue share পাবো আর কিছু না।

Netflix বা vod platform Er moto ETA ekta test for future vod platform. শর্ত ছিলো আমাদের full piracy protection থাকবে । যা আমাদের new filmmaker এর জন্য জরুরী । কিন্তু বাংলাদেশ এর সাইবার ক্রিমিনালরা অনেক মেধাবী।

tin ta leak file matro ছড়িয়ে দিলো। ভুল সিদ্ধান্ত অবশ্যই ছিলো আমাদের , কিন্তু গত দুই দিন যাবত 'লোভী' 'প্রতারক' বলে আমাদের মাটিতে মিশিয়ে দিচ্ছেন যখন তখন খবর পাই Seattle sound Asian film festival e আয়নাবাজি best narrative film Er award পেয়েছে।

এটাই আয়নাবাজি প্রথম পুরস্কার কিন্তু আমি পুরষ্কার এ দেশের মানুষের কাছে যখন ২০ হল থেকে ৭৪টা হলে নিয়েছেন। আমাদের ভুলের কারনে কষ্ট পেলে আমি ক্ষমাপ্রাথি ।

যে যত গুজব ছড়াক আমি বলছি আয়নাবাজির একমাত্র পাওয়া আপনাদের ভালবাসা । সবাই ভাল থাকুন । বাংলা সিনেমা দেখুন। যদি আপনাদের আর সহযোগিতা কোনদিন পাই সেই দিন পরের সিনেমাটীটার ঘোষনা দিবো। তার আগ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে...love .

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: