রাঙ্গুনিয়ায় কাজীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৬, ০৬:৫০ পিএম

বিয়ে নিবন্ধনে সরকারি নিয়ম বাস্তবায়নসহ বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজীদের (বিবাহ রেজিষ্ট্রার) সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা সোমবার(২৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. সেলিম, দক্ষিণ রাজা নগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ। মতবিনিময় সভায় ইউএনও বলেন বিবাহ নিবন্ধনে কাজীদের বিশেষ ভূমিকা রাখতে হবে। কোনো জায়গায় বাল্য বিয়ে হলে খবর পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে ইউএনও মোহাম্মদ কামাল হোসেন জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: