কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৬, ১১:০৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই রায় দেন। একই মামলায় আরো ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আনিছ, ফরাস, জমশেদ, বজলু ও নূর ইসলাম। এদের মধ্যে জমশেদ, বজলু ও নূর ইসলাম পলাতক রয়েছেন।

জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খেয়ে ফেলে একই গ্রামের নূর ইসলামের গরু। এসময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রসহ তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মোক্তাদির মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার বিচার চলাকালে তিনজন আসামি মারা যান। রাষ্ট্রপক্ষে ১৯ জনের মাঝে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরিউক্ত রায় দেন। রায় প্রকাশকালে আদালতে দুই জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: