কিডনি বিক্রির চেষ্টা: দুইজনকে গণপিটুনি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৬, ০৪:৪৪ এএম

রাজশাহী প্রতিনিধি: কিডনী চোর সন্দেহে গাংনী উপজেলা শহরের ঝিনেরপুলপাড়া এলাকার ফাতেমা নার্সারির মালিক সিরাজুল ইসলাম ওরফে ভিকু (৭০) ও তার ছেলে হযরত আলীকে (৩৫) গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার বিকাল ৩টার সময় তাদের পিটুনি দেয়া হয়। পরে গাংনী থানার পুলিশ তাদের উদ্ধার করে।

এদিকে রাজশাহীর মেরি স্টোপ ক্লিনিকের একটি কক্ষ থেকে গাংনী বাজারপাড়া এলাকার মৃত রাহাত আলীর ছেলে গোলাম হোসেন (২৮) ও শিশিরপাড়া গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে আতিয়ার রহমানকে (৪৫) উদ্ধার করেছে পরিবারের লোকজন। আতিয়ার রহমান পেশায় ভ্যানচালক ও গোলাম হোসেন মানসিক প্রতিবন্ধী।

আহত ভিকু ও তার ছেলে হযরত আলীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে হাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনি কোন কিছু বলা যাবেনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: