ডোমারে দুটি ওয়ার্ডে ভোট গ্রহন ৩১ অক্টোবর

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৬, ১০:১৬ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ৭মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডের প্রতিদ্বন্দি প্রার্থীরা সমান সমান ভোট পাওয়ায় আবারো ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্য করা হয়েছে।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেশের ৬টি বিভাগের ১৭টি উপজেলার ৩৬টি ইউনিয়নে একযোগে একইদিনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নীলফামারী জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ও জোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ডোমার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জয়নাল আবেদীন (ভ্যানগাড়ী) ও শাহিনুর ইসলাম(তালা)প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে দুজনই সমান সমান ভোট পান। অপরদিকে জোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আজিজুল ইসলাম বুলু(তালা) ও ছানোয়ার আলী প্রামানিক(মোরগ)প্রতীক নিয়ে নির্বাচন করে তারাও সমান সমান ভোট পান। ফলে গত ৭মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে একই প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন ওই ৪ প্রার্থী।

ডোমার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে দক্ষিন বড়রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯শত ৩জন। এখানে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল এবং জোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে পান্না সরকার দক্ষিন বেতগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭শত ৬৭জন। এখানে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা পাট কর্মকর্তা তৈবুর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, গত ২৫সেপ্টম্বর নির্বাচন কমিশন দেশের ৬টি বিভাগের ১৭টি উপজেলার ৩৬টি ইউনিয়নের তফশিল ঘোষনা করেন। এরই প্রেক্ষিতে ৪ অক্টোবর রিটানিং অফিসার ডোমার উপজেলার ওই দুটি ওয়ার্ডের নির্বাচনী তফশিল ঘোষনা করে।
নির্বাচন সুষ্টভাবে সম্পন্য করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: