ইবিতে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৬, ১২:১৫ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরসহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপ ও সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সাগরের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সমানে থেকে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সাগরের গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অরাজগতা সৃষ্টি করতে নিজেরাই নিজেদের কর্মীকে ধাওয়া দেয়। তারপর অনুষদ ভবনে এসে তারা আবার এক হয়ে যায়। এই ঘটনা দেখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরসহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের নেতা কর্মীরা তাদের নিজেদের কর্মীকে ধাওয়া দিয়েছে ভেবে তারা শহীদ জিয়াউর রহমান হল মড়ে অবস্থান নেয়।পরে সাগর গ্রুপের নেতা কর্মীরা কেন্দ্রীয় ক্যাফেটারিয়া হয়ে যখন সাদ্দাম হোসেন হলে গেটের দিকে আসে তখন মিজুগ্রুপের কর্মী সোহাগ, জুবায়ের, রিওন, তুষারসহ বেশ কয়েকজন তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা হলের ভিতরে গিয়ে আশ্রয় নেয় এবং হলের ক্রপসিক্যাল গেটে তালা লাগিয়ে দেয়।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও পুলিশ নিয়েএসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন-‘আমি ঢাকা থেকে ক্যাম্পাসের ফিরতেছি। ধাওয়ার ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসে ফিরে এব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। আশা করি, উভয় গ্রুপ শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখবেন।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন,‘ক্যাম্পাসে কোন অপ্রিতী ঘটনা ঘটার আগেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। আজকে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগব্যাবস্থা নেয়া হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: