‘তোমরাই হবে আগামী দিনের নেতা’

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৬, ১২:৩৯ এএম

ঢাকা: ‘মনে যেন কোন দৈন্যতা না থাকে। আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মনে রাখতে হবে তোমরাই হবে আগামী দিনের নেতা। দেশের পরিচালক। আমরা কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না, সন্ত্রাস চাই না। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠন। এ সংগঠনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।’

বুধবার বিকেলে গণভবনে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন, মানুষের অনুভূতিতে কষ্ট দেয় এমন কাজ করা যাবে না। কেবল মানে রাখতে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারলাম। শিক্ষা শান্তি ও প্রগতির পথে থেকে মানুষের জন্য কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু বক্তৃতা দিলে হবে না। সত্যিকারভাবে কাজ করতে হবে। দেখতে হবে ছাত্রলীগের কেউ বিপথগামী হচ্ছে কি না। কোন মানুষ না খেয়ে থাকছে কী না, ভূমিহীন কি না, নিরক্ষর আছে কি না। যদি এরকম থাকে তবে তাদের তালিকা করতে হবে। মনে রাখবে বঙ্গবন্ধুর বাংলাদেশে এই সমস্যা থাকবে না। কেউ না খেয়ে থাকবে না। উপরে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: