‘বাসাবাড়িতে ৩ বছরে ৭০ শতাংশ এলপি গ্যাস সরবরাহ হবে’

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৬, ০৯:১৩ পিএম

ঢাকা: আগামী তিন বছরের মধ্যেই বাসাবাড়িতে ব্যবহারের জন্য ৭০ শতাংশ এলপি গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রায় ৩০ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। আমরা টাকা ব্যয় করার জায়গা পাচ্ছি না। বড় বড় প্রকল্প নিয়েই আমাদের স্বপ্ন পূরণের সময় এসেছে।

তিনি বলেন, পাইপলাইনে গ্যাসের চাপ কমানো এবং গ্যাসের অপচয় রোধে বাসাবাড়িতে এলপি গ্যাস সরবরাহ করার ওপর গুরুত্বারোপ করবে সরকার।

সভায় অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুস সালেক, পিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ, ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা ড. এম সামসুল আলম, বুয়েটের অধ্যাপক ইজাজ হোসাইন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: