ড্রোন উড়াতে অনুমতি নিতে হবে ৪৫ দিন আগে

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৬, ১১:৩৬ পিএম

ঢাকা: বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন উড়াতে ৪৫ দিন আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি নিতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গণসংযোগ বিভাগের কর্মকর্তা এম কে এম রেজাউল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোথায় কেউ ড্রোন বা খেলনা বিমান পরীক্ষা বা গবেষণার জন্য উড়াতে চাইলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ৪৫ দিন আগে লিখিত অনুমতি নিতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: