পিরোজপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৬, ০২:৫২ এএম

পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি কেউ। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটতে পারে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ৭টি দোকানসহ ৪ টি আবাসিক বাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা বলে জানান স্থানীয়রা।

বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন জানন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘন্ট্যাব্যাপী কাজ করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।



বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: