‘ধর্ম যার যার উৎসব সবার’

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৬, ০৪:৫৮ এএম

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র বলেছেন বাংলাদেশে সকল ধর্মের লোক সামান অধিকার ভোগ করছে। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকার সকল ধর্মালম্বীদের ধর্মপালনের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি আজ মাগুরা জেলার শ্রীপুর সদরে দূর্গপূজা পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিশির কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ড, সহ সভাপতি বাসুদেব কুন্ড ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তাগণ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং আগামীর কর্মকান্ডকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসনার গতি কে আরো তরান্মিত করার আহবান জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: