মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে জটকা জব্দ

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৬, ০৭:০৫ পিএম

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জটকা জব্দ করেছে কোষ্ট গার্ড। আজ মঙ্গলবার মেঘনা নদীতে মুন্সীগঞ্জের গজরিয়া অংশে ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি প্রিস রাসেল -১ অভিযান চালিয়ে জটকা মাছ ঝব্দ করা হয়। যাত্রীবাহী লঞ্চে জটকা মাছের কোন মালিক পাওয়া যায়নি।

গজরিয়া কোষ্ট গার্ডের পেটি অফিসার জানান, ভোর ৫টায় অভিযান চালায়। আগেয় গোপন সংবাদ ছিল যাত্রীবাহী লঞ্চে জটকা মাছ বহন করে টাকার উদ্দেশে রওয়না হয়েছে। লঞ্চটি গজরিয়া অংশে প্রবেশ করলে মালিকবিহীন জটকা মাছ ঝব্দ করা হয়। পরে মাছ মাদ্রাসা ও এতিম খানায় মাছ বিতরন করা হয়।



বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: