২৫ বছর পর খুনের আসামির আত্মসমর্পণ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৬, ০৭:১২ এএম

মাগুরা প্রতিনিধি:মাগুরায় চাঞ্চল্যকর রওশন ও ছাত্তার হত্যা মামলার আসামি আবু কালাম ২৫ বছর পালাতক থাকার পর আত্মসমপর্ণ করেছেন।

২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

এদিকে গত ২ নভেম্বর মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসাইন ঘোষিত রায়ে ওই হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত ব্যক্তি হিসেবে কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ২১ শে ডিসেম্বর প্রতিপক্ষ চরমপন্থিদের হাতে নৃশংসভাবে খুন হন মাগুরা সদরের অপর চরমপন্থী নেতা দোড়ামতনা গ্রামের রওশন মোল্যা ও শালিখার তেঘরিয়া গ্রামের আব্দুস ছাত্তার। এই জোড়া খুনের ঘটনায় মামলা দায়েরের দীর্ঘ ২৬ বছর পর গত ২ নভেম্বর উল্লেখিত রায় ঘোষিত হয়। ঘটনার পর থেকেই এ মামলার অন্যতম আসামি আবু কালাম পলাতক ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: