'গণভোট নিয়ে দেখুন, কারা রামপালে বিদ্যুৎকেন্দ্র চায়'

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৬, ১১:১৪ পিএম

'রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে গণভোটের আয়োজন করুন। দেখুন কারা সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র চায়। বিদ্যুৎ কেন্দ্র করার পক্ষে অন্তত ১০ শতাংশ ভোটও যদি পান, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো।' রামপাল থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবিতে আজ (২৬ নভেম্বর) শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিসি’র বিক্ষোভ সমাবেশে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসব কথা বলেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- জেএসডিসির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ অন্যান্য নেতারা। বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি সংগঠন সমর্থন জানায়।

বক্তারা বলেন, 'ভারতে আইন আছে সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে কিছুই নির্মাণ করা যাবে না। তারা সুন্দরবন বাঁচাতে চায়, অথচ আমাদের সরকার ১৪ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। প্রধানমন্ত্রী পরিবেশ হত্যায় যুদ্ধ ঘোষণা করেছেন। অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে।'

কাদের সিদ্দিকী বলেন, 'পরিবেশ ধ্বংশ করে কোন কিছুই আমি সমর্থন করি না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দেশের মানুষ'ই চায় না। তাই এই প্রকল্প বন্ধ করতে সরকারের প্রতি আমি আহবান জানাচ্ছি। এবং আপনাদের (জেসডিসি) যৌক্তিক আন্দোলনে সমর্থন দিলাম।'

এসময় তিনি নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি করে বলেন, 'বিনা বিচারে কাউকেই কারাগারে আটক রাখা আমি সমর্থন করি না। এটা অন্যায়। তাই তাকে দ্রুত বিনা শর্তে মুক্তির দাবি জানাচ্ছি।'

আসম আব্দুর রব বলেন, 'বিদ্যুৎ চাই, তবে রামপালে সুন্দরবন ধ্বংশ করে নয়। প্রধানমন্ত্রী আপনার গোয়ার্তমি জনগণ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। এটা বন্ধ করুন।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: