নীলফামারীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৬, ০২:৩১ এএম

“অপরের অধিকার রক্ষায় সোচ্চার হও” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে বিশ্ব মাবাধিকার দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজনে উপজেলার ভোগডাবুড়ী, বোড়াগাড়ী, হরিণচড়া ও সদর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে র‌্যালী, উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাড়া, মহল্লা ও অফিস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিকাল ৪টায় বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে মাল্টি ডিসিপ্লিনারী গ্রপের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডেইজী নাজনীন মাশরাফী নীনা, শিক্ষক সাইদুর রহমান, আক্তার জাহান বিউটি, ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন, ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলা প্রমূখ বক্তব্য রাখেন। অপর দিকে র‌্যালী শেষে ডোমার বড়রাউতা মঞ্জুপাড়া উঠান বৈঠকে এমডিজি সদস্য লাভলী বেগমের সভাপতিত্বে নূর সামসাৎ আক্তার, তাসলিমা বেগম, এনজিও কর্মী আফরোজা বেগম, ইউনিয়ন সলিসিটর মুবিনা নুজহাত চৌধুরী বর্ষা বক্তব্য রাখেন। একই দিনে সকালে ভোগডাবুড়ী ও হরিণচড়ায় একর্মসূচী পালন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: