৭ পদের খাবার দিয়ে খালেদা জিয়াকে আপ্যায়ন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৬, ০৬:১০ এএম

ঢাকা: বঙ্গভবনে সাত পদের খাবার দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিনিধিদের আপ্যায়ন করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গভবনে যায় বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির ১০ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। ইসি গঠন বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের আপ্যায়ন করা হয়।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে প্রথমে ফলের শরবত দেওয়া হয়। পরে কাজুবাদাম, চিকেন পেটিস, ফিসফিঙ্গার, চিকেন স্যান্ডউইচ, গুড়ের সন্দেশ ও শেষে চা এবং কফি দিয়ে আপ্যায়ন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: