স্মার্টফোনের জন্য টয়লেটে টিস্যু!

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৬, ০১:৩৮ এএম

অনলাইন ডেস্ক: জাপানের নারিতা আন্তর্জাতিক বিমান বন্দরের টয়লেটে ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে অভিনব টিস্যু পেপার। এ টিস্যু আপনার স্মার্ট ফোন জীবাণুমুক্ত করার জন্য। বলা হচ্ছে, 'সোয়াইপ' করার আগে 'ওয়াইপ' করতে ভুলবেন না। অর্থাৎ আঙ্গুলের সাহায্যে আপনার স্মার্টফোনে স্পর্শ করার আগে তার স্ক্রিনএ টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না। জাপানের বৃহৎ একটি টেলিফোন কোম্পানি এনটিটি ডোকোমো এসব টিস্যু সরবরাহ করেছে। এসবটিস্যুতে যাত্রীদের জন্যে রাখা কোম্পানিটির ওয়াই-ফাই সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে। আছে ভ্রমণ সংক্রান্ত একটি অ্যাপেরও কিছু তথ্য।

সোশাল মিডিয়ায় এনিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। পাবলিক টয়লেটের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের ব্যাপারে সারা বিশ্বেই জাপানের সুনাম রয়েছে।এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক এবং এগুলোতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিও। কোম্পানিটি বলছে, "টয়লেটের আসনে যতো জীবাণু তার চেয়েও পাঁচগুণ বেশি জীবাণু আছে আপনার স্মার্টফোনের স্ক্রিনে।" বলা হচ্ছে, যাত্রীরা যাতে জীবাণুমুক্ত হয়ে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্যেই এই ব্যবস্থা।ফেসবুকে হাস্যরস এই টিস্যু পেপার কিভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনা দিয়ে দুই মিনিটের একটি ভিডিও ছাড়া হয়েছে অনলাইনে। টয়লেটে স্মার্ট ফোন পরিষ্কার করার টিস্যু সরবরাহ করার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে।

সিঙ্গাপুরে একজন মন্তব্য করেছেন, "আপনি যখন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন তখন আপনার স্মার্টফোনটিকেও পরিষ্কার করে নিন।"আরেকজন লিখেছেন, "কি হবে যখন ক্লান্ত ও জেটলেগে আক্রান্ত আপনি দুর্ঘটনাবশত স্মার্টফোন পরিষ্কার করার টিস্যুর সাথে সাধারণ টিস্যুকে গুলিয়ে ফেলবেন তখন?"

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: