ওম পুরীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের বিরাট ক্ষতি হলো: প্রণব

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

বিনোদন ডেস্ক: বর্ষীয়াণ অভিনেতা ওম পুরীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের বিরাট ক্ষতি হলো, যা পূরণ করা কঠিন। এক বিবৃতিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মন্তব্য করেছেন। প্রয়াত অভিনেতার ছেলে ইশান পুরীকে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, তাঁর উপস্থিতির জোর ও অসামান্য অভিনয় ক্ষমতায় গোটা বিশ্বের দর্শককে মুগ্ধ করে রেখেছিলেন ওম পুরী।

তিনি আরো বলেন, তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র এক অসাধারণ প্রতিভাধর অভিনেতাকে হারাল, যিনি অসংখ্য ছবিতে একের পর এক স্মরণীয় ভূমিকায় কাজ করেছেন। তিনি সেলুলয়েডের চরিত্রে জীবনের ছোঁয়া দিতেন, তাঁর শক্তিশালী ও বহুমুখী অভিনয় বরাবর স্মৃতিতে উজ্জ্বল থাকবে।

সূত্র: এবিপি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: