‘রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হলে চাকরি যাবে না’

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে কেউ যদি স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হন তাহলে চাকরি যাবে না। তবে রাজনীতিক কর্মকাণ্ডে জড়ালে মাফ নাই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অতীত ইতিহাস ঘেটে আমরা কাউকে সরাবো না। তবে বর্তমানে কেউ রাজনীতিতে জড়িত থাকলে আমরা সেটা গ্রহণ করব না। এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কারো চাকরি খাওয়ার ইচ্ছে আমাদের নাই। আমরা চাই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যাতে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হোন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: