শিশুরা তন্ময় হয়ে শুনল মুক্তিযুদ্ধের গল্প

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ১২:১৮ এএম

ঢাকা: শিশুরা তন্ময় হয়ে শুনল মুক্তিযুদ্ধের গল্প, বাঙালির সবচেয়ে গৌরবের দিনগুলোর কথা। সে সঙ্গে শপথ নিল, সর্বদা ন্যায় ও সত্যের পথে চলার ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠার।

শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে একাত্তরের সেক্টর কমান্ডারস ফোরামের 'মুক্তিযুদ্ধের গৌরবকথা শোন' শীর্ষক জাতীয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ শপথ নিয়েছে শিশুরা। মঙ্গলবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শপথবাক্য পাঠ করান সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীরউত্তম। পর্যায়ক্রমে সারাদেশে এই অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। বিদেশে থাকার কারণে বাংলাদেশের সীমানায় এসে যুদ্ধ করতে পারিনি। এটা আমার মহাদুঃখ।' তবে সে সময় যুক্তরাষ্ট্রের জনগণকে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ জানিয়ে ওই 'দুঃখমোচন' করেছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কেএম সফিউল্লাহর সঙ্গে 'সুনাগরিক' হওয়ার শপথবাক্য পাঠ করে। তারা শপথ করে, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত বুকে ধারণ করে নিজেদের বিকশিত করবে।

এতে আরও বক্তব্য রাখেন ফোরামের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আলম শহীদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, ঢাকা অঞ্চলের সভাপতি মোশাররফ হোসেন ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক হাছিবুর রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: