মহাকাশে যাচ্ছেন স্টিফেন হকিং

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ১২:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: আজীবন মহাকাশ নিয়ে গবেষণা করলেও স্বচক্ষে সেই মহাকাশ দেখা হয়নি বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের।

তবে এবার তিনি এ শূন্যতা পূর্ণ করবেন। শিগগিরই মহাকাশ ভ্রমণে যাচ্ছেন বলে জানিয়েছেন বিখ্যাত এই মহাকাশ বিজ্ঞানী।

ব্রিটিশ ব্যবসায়ী ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত যানে তার সফরসঙ্গী হয়ে তিনি মহাকাশ পর্যবেক্ষণে যাবেন।

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ব্র্যানসনের প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাশূন্যে পাড়ি দিতে চলেছেন ৭৫ বছরের হকিং।

এক সাক্ষাৎকারে খ্যাতনামা এই মহাকাশ বিজ্ঞানী বলেন, দ্বিতীয়বার চিন্তা না করেই ভার্জিন প্রতিষ্ঠাতার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: