মাশরাফিদের পাহাড় সমান টার্গেট দিল শ্রীলঙ্কা

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০২:৩৭ পিএম

স্পোর্টস করেসপন্ডেন্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৫৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রান সংগ্রহ করে প্রেসিডেন্ট একাদশ।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের দলপতি মাশরাফি বিন মুর্তজা। টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।

শুরুতেই দিলশান মুনাবীরাকে এলবিডাব্লিউ করে ফেরান তাসকিন। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা। তবে পরবর্তীতে লঙ্কান ব্যাটসম্যানদের দক্ষতায় ৩৫৪ রানে গিয়ে থামে তাদের ইনিংস।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশ: মিলিন্দা সিরিবর্ধনে, কুশল পেরেরা, দিলশান মুনাওয়ারা, সান্দুন ওয়েরেকদি, ধনাঞ্জায়া ডি সিলভা, চতুরাঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুশাঙ্কা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জায়া, সাচিথ পাথিরানা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: