বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পানি দিবস পালিত

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০২:৫৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচিরর মধ্যে দিয়ে পালন করেছেন বিশ্ব পানি দিবস।

বুধবার সকালে উপজেলা প্রশাসন যথোপযুক্ত গুরুত্ব ও মর্য়াদার সাথে বিশ্ব পানি দিবস/১৭ উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্র্মসুচির আয়োজন করেন। কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ১০ টায় পৌর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী, রচনা ও কুইজ প্রতিযোগিতা

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আখতার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা, কৃষি অফিসার আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান, সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা নাসিমুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, বিহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক মলয় কুমার দাস, এফইউ পাইলট স্কুলের শিক্ষক ছানোয়ার হোসেন ছানা, এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাদেকুর রহমান , দারিদ্র বিমোচন কর্মকর্তা কবিতা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম স্বম্পা প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: