সরকার বিরোধী প্রচারণা: ২৯ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০৩:৪৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ২৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা সবাই ছাত্র শিবিরের কর্মী বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: