লন্ডনে হামলায় খালেদা জিয়ার নিন্দা

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ১০:৩৭ এএম

লন্ডনে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভি আহমেদ স্বাক্ষরিত বিএনপি চেয়ারপার্সনের এক বার্তায় তিনি নিন্দা জানান।

বার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, 'সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। পৃথিবীর নানা দেশে আজ সন্ত্রাসীরা দুর্বিনীত পন্থায় বিকল্প রাজত্ব কায়েম করেছে। তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য। এরা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ রুদ্ধ করে দিতে উঠেপড়ে লেগেছে। একের পর এক বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকান্ড সমাজজীবনকে আতঙ্কিত ও নির্বিকার করে তুলেছ। এদের উপুর্যপুরী নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বিভৎসতা বিশ্ববাসী অবলোকন করছে তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন, 'এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। এরা মানবসভ্যতার সব কীর্তিচিহ্ন ধুলায় নিশ্চিহ্ন করে দিয়ে আদিম বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চাচ্ছে। এরা মধ্যযুগের বর্বর হিংস্ত্রতার অনাবৃত কুৎসিত রুপ। এদের দমন করতে এই মূহুর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারের মধ্যে নিপতিত হবে।

তিনি আরো বলেন, 'আজ যুক্তরাজ্যের লন্ডনে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও নারীসহ নিরীহ মানুষ যারা নিহত ও আহত হয়েছেন তাতে বেদনার্ত যুক্তরাজ্যবাসীর মতো আমিও সমব্যথী। ধৈর্য ও সাহসিকতার সাথে এই সন্ত্রাসী ঘটনা মোকাবেলা ও অপরাধীদের শাস্তি বিধানে যুক্তরাজ্য সরকার সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যবাসীর এই সংকটকালে তাদের পাশে থাকবো। আমি নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।'

অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রক্তাক্ত সন্ত্রাসে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এখন বিশ্বব্যাপী সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়ার উন্মাদনায় মানুষ সংশয়-ভয়জড়িত আর্তনাদ করছে। এই সন্ত্রাসীরা সতত সচল সমাজের বুকে চেপেবসা হিংস্ত্র দানব। মানুষকে হত্যা ও জখম করা তারা উৎসব বলে মনে করে। এরা মানবজাতির অগ্রগতির চাকাকে রুদ্ধ করে দিতে চায়।'

তিনি বলেন, 'আমি যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এই কামনা করছি। আমি নিহতদের পরিবার-পরিজনসহ নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি আহবান জানাচ্ছি। অশুভ নেটওয়ার্ক দ্রুত খুঁজে বের করে এর সাথে জড়িত অপরাধীরদের শাস্তি নিশ্চিত হবে বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: