বিদ্যুৎ চুরির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ০৬:৫৯ পিএম

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে পল্লী বিদ্যুৎ চুরির অভিযোগে দুইজনকে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে পানিশাইল এলাকার মো. সোহেল মোল্লাকে তিন লাখ ৩০ হাজার ১৪৩ টাকা এবং মাধবপুর এলাকার মো. আলমগীর হোসেনকে দুই লাখ ৯ হাজার ৪২৪ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন পারভীন। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান, এজিএম নুরুল ইসলাম, গাজীপুর জোনাল অফিসের এজিএম জুনায়দুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: