ঢাকা আসছেন ভারতের সেনাপ্রধান

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০২:১৮ পিএম

নিউজ ডেস্ক: দুই দিনের সফরে আগামী ৩০ মার্চ ঢাকা আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনি এ সফরে আসছেন।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, জেনারেল রাওয়াত ২৮ মার্চ দুই দিনের সফরে নেপাল যাবেন। ৩০ মার্চ কাঠমাণ্ডু থেকে ঢাকা পৌঁছবেন তিনি। ঢাকা সফরে জেনারেল রাওয়াত বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭-১০ এপ্রিল ভারত সফরের আগেই ভারতীয় সেনাপ্রধান ঢাকা আসছেন। গত বছর ১৭ ডিসেম্বর ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে বিপিন রাওয়াতের নাম ঘোষণা করা হয়।

৩১ ডিসেম্বর তিনি নতুন দায়িত্ব দায়িত্ব নেন। সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনীর উপ-প্রধানের দায়িত্বে ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: