কেমন কাটবে আজ সারাদিন?

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০৯:৩২ এএম

অলাইন ডেস্ক: শুভ সকাল। আজ রবিবার, ২৬ মার্চ ২০১৭, ১২ চৈত্র ১৪২৩। জেনে নিন আজকের রাশিফলে দিনটি কেমন কাটবে।

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:মঙ্গল ও শনি। ২৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৮,১৭,২৬। আপনার শুভ বর্ণ : লাল ও নীল। শুভ গ্রহ ও বার : শনি ও মঙ্গল। শুভ রতœ : নীলা ও রক্তপ্রবাল।

চন্দ্রাবস্থান : আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ১৩শী তিথি সকাল: ১১:১৪ পর্যন্ত, পরে ১৪শী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) : সরকারী ছুটির দিন হওয়াতে বড় ভাই বা বোনের বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কোনো আলোচনা সাভা করতে চলেছেন। বন্ধুদের সাথে পূণর্মিলণী উদযাপন করার যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হতে পারে। আর্থিক পরিকল্পণা বাস্তবায়ণের জন্য দিনটি উত্তম।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : সামাজিক বা রাষ্ট্রিয় কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। রাজনৈতিক নেতা কর্মীদের দিনটি ব্যস্ততায় কাটবে। পিতার সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে কোনো তদবিরে যেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। তবে কিছু ক্ষেত্রে দূর্ণামের আশঙ্কা প্রবল।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : বিদেশ ভ্রমনের প্রচেষ্টা সফল হতে পারে। জীবীকার জন্য বিদেশ যাওয়ার যোগ প্রবল। ভাগ্য উন্নতিতে কোনো ঝামেলা দেখা দেবে। ধর্মীয় অনুষ্ঠান বা আলোচনায় অংশ নেবার যোগ প্রবল। বিদ্যার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। শিক্ষক ও গবেষকরা ব্যস্ত থাকবেন।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই) : রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশি হয়রাণির শিকার হতে পারেন। আপনার আর্থিক অবস্থা কিছুটা দূর্বল হতে পারে। কোনো আত্মীয়র কাছ থেকে কিছু টাকা কর্জ করতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে হতে পারে। পাওনাদারের তাগাদা পেতে পারেন। আজ রক্তদান করার প্রয়োজন হতে পারে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) : সকাল সকালই দাম্পত্য কলহের শিকার হতে পারেন। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে না। খুচরা ব্যবসায়ীরা আজ কোনো প্রকার হিসাবের গোলমাল করতে পারেন। আপনার ব্যবসায়ীক পার্টনারের সাথে কিছুটা ঝামেলা দেখা দেবে। সতর্ক হলে আখেওে লাভ হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) : আজ কাজের লোকেদের উপর বিশেষ নজর দিন। গোপন শত্রুতার কারনে কোনো সম্পদের ক্ষতি হতে পারে। মাথা ব্যাথা বা চোখের রোগে ভুগতে পারেন। আর্থিক অবস্থা ভালো যাবে না। দূর্ণাম বা বদনাম থেকে সতর্ক থাকতে হবে। আপনার রাগ ও জেদের উপর পূর্ণ নিয়ন্ত্রন প্রয়োজন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : আজ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। কাজ কর্মে ঝামেলা দেখা দেবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সন্দেহ প্রবণতা ভালো নয়। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকবেন। আজ সন্তানদের নিয়ে ঘুরতে গেলে ভালো। মনের শান্তি ফিরে পাবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) : পারিবারিক পরিবেশ সকাল থেকেই ঝামেলা পূর্ণ। কোনো আত্মীয়র সাথে বিরোধ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি বা বাস গৃহ নিয়ে কোনো ঝামেলা দেখা দিতে পারে। প্রত্যাশা পূরণে বাধা বিপত্তি। মায়ের সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি দেখা দেবে। যানবাহন চুরি হয়ে যেতে পারে। সতর্কতা প্রয়োজন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : আজ বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। বায়ারের বা ক্রেতার সাথে অকারনে তর্কে না জড়ানোই ভালো। কোনো খারাপ সংবাদ আপনার মনোবল ভেঙ্গে দেবে। আর্থিক অবস্থার অবনতির কারনে একটু অসহায় হয়ে পরবেন। ছোট ভাই বোনের সাথে অকারনে চেচামেচি করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী) : আজ দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। সকাল সকাল কারো সাথে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পরতে পারেন। ব্যয় বৃদ্ধির কারনে কিছুটা হতাশ হবেন। আজ আপনার খাদ্য ভাগ্য ভালো নয়। বাড়ীতে এমন কোনো কুটুম্বর আগমন হতে পারে, যার উপস্থিতি আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দেবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী) : মানসিক অশান্তির দিন। অকারনে পরিবার পরিজনদের কাছে ভুলবুঝাবুঝির শিকার হবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায় কোনো ঝামেলা দেখা দিতে পারে। হটাৎ করে রেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চ রক্তচাপের রুগীরা সতর্ক থাকবেন। কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ) : দিনটি ব্যয় বহুল। কোনো আত্মীয়কে আর্থিক সাহায্য করতে হতে পারে। বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা সফল হবে না। ট্রান্সপোর্ট ব্যবসায় ক্ষতির সম্মূখীন হতে পারেন। আজ যারা ভ্রমনে যাচ্ছেন তারা একটু সাবধানে থাকবেন। আপনার কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: