মালয়েশিয়ায় পালিত হল কোকো স্মৃতি সংসদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৪৭ পিএম

অালোচনা সভা, দোয়া ও কেককাটার মাধ্যমে মালয়েশিয়ায় পালিত হয়েছে বিএনপি চেয়ারপার্সনের কণিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সন্ধ্যায় বুকিত বিনতাংয়ের হোটেল সলিলের বলরুমে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখা এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিতে মালয়েশিয়াতে আপনারা একটি সংগঠনের শাখা করেছেন বলে আপনাদের আমি ধন্যবাদ জানাই। এ সংগঠনের আওতায় আপনারা প্রবাস থেকে স্বদেশের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে আশা করছি।

আলোচনা সভাটি উপস্থাপনা করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক সাইদুর রহমান বাবু। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্যে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন বলেন এ সংগঠনটির কার্যক্রম এখন শুধু মালয়েশিয়ায় সীমাবদ্ধ নয় গত এক বৎসরে আমরা বিভিন্ন দেশে প্রায় ৩০টির বেশি শাখা আমরা করতে পেরেছি, আপনারা পাশে থাকলে আমরা এ সংগঠনকে আরও বৃহৎ আকারে রূপ দিতে পারবো বলে আশা রাখছি।

কার্যক্রমের অংশ হিসেবে আমরা বাংলাদেশে দূস্থ মানুষের মাঝে শীতবস্র বিতরন করেছি, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখার সভাপিত মাজু দেলোয়ারের সভাপতিেত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটওয়ারী, শ্রমিকদল নেতা মো. জুবায়ের হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদুল আলম কাজল, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা মো. রমজান, মাসুদুল আলম কাজল প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম অডিট, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. সেলিম, টিপু সুলতান প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: