BD24Live
ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭, ১৩ চৈত্র ১৪২৩

যৌনজীবন সম্পর্কে যে তথ্যগুলি আপনার অজানা, জেনে নিন

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১১:৪১:৪৯
যৌনজীবন সম্পর্কে যে তথ্যগুলি আপনার অজানা, জেনে নিন

অনলাইন ডেস্ক: যৌনজীবন সম্পর্কে অনেকটাই আজ বিজ্ঞানের দৌলতে হাতের মুঠোয়। কিন্তু অজানা রয়েছে আরও অনেক কিছু। এমনই কয়েকটি তথ্য রইল। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

১. নিয়মিত সুগন্ধী ব্যবহার করেন যাঁরা, তাঁদের যৌনজীবন বাকিদের থেকে সুস্থ এবং সক্রিয় হয়।

২. আদা হল এমন এক ভেষজ, যা সক্রিয় যৌনজীবন নিশ্চিত করতে পারে।

৩. গড়পরতার বাইরে গিয়ে যাঁরা একটু অন্যভাবে যৌনজীবন উপভোগ করেন, তাঁদের সেক্সলাইফ-এর মেয়াদ বেশি হয়।

৪. এমনও দেখা গিয়েছে যে, কোনও খাবারের কথা ভেবেই অনেকে উত্তেজিত হয়ে পড়েন। ধরনে পৃথক হলেও, এই ধরনের উত্তেজনা সেক্স-এর মতোই।

৫. নিয়মিত সেক্স-এ মহিলাদের ইমিউনিটি অনেকটা বেড়ে যায়। পুরুষের ক্ষেত্রে তা সবসময়ে সঠিক নয়।

৬. কন্ডোমের এক্সপায়ারি ডেট নিয়ে ভেবেছেন কখনও? দু’বছর।

৭. ইজ্যাকুলেশন-এর ফ্রিকোয়েন্সি যত বেশি, পুরুষের ক্ষেত্রে তত কমে প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা।

৮. সেক্স-এ বিবিধ যন্ত্রণার উপশম হয়। কারণ, অক্সিটোসিন হরমোন।

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবররে