চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২২ এএম

কুষ্টিয়া প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নয়, বিএনপি চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজের নবীণবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আর এর মাধ্যমে ক্ষমতা দখল করা।

ইনু বলেন, বর্তমান সরকার বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকার। সেটা দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীও জানে।

তথ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সবাই প্রার্থী দিয়েছে। আটশ’র মধ্যে ৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যা অতীতেও হয়েছে। এটা এমন কোনো ব্যাপার নয়।

ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: