প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সিএনজির ধাক্কায় নিহত ১
২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৯:৩১

ঢাকা: রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সুরুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা সুরুজ মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্ব আহত হন। পরে তরিকুল ইসলাম নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়।
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© 2016 BD24Live.com - Developed by Primex Systems
পাঠকের মতামত: