অপরাজেয় বার্সার ‘সেভিয়া-পরীক্ষা’

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক:

সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৩ খেলায় অপরাজিত বার্সেলোনা লা লিগায় আজ নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে সেই সেভিয়ার মুখোমুখি হচ্ছে, যাদের বিপক্ষে সর্বশেষ পরাজয় মানতে হয়েছিলো তাদের। গত বছরের অক্টোবরের শুরুতে লা লিগার ম্যাচেই দলটির মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের পরাজয় নিয়ে ফিরেছিলো কাতালানরা।

সেভিয়ার বিপক্ষে ওই খেলার পর থেকে বার্সা রীতিমত অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে। সব ধরনের প্রতিযোগিতায়ই তারা অপরাজেয় থাকছে। রেকর্ড ভাঙ্গা অপরাজেয় থাকার ধারাবাহিকতায় বার্সা সব ধরনের প্রতিযোগিতায় গোল পেয়েছে ১০০টি। এই সময়ে তারা প্রতিপক্ষের মাত্র ১৮টি গোল হজম করেছে কোচ লুই এনরিকের দল।

সেভিয়ার বিপক্ষে বার্সার আজকের লড়াইটিকে মে মাসে অনুষ্ঠেয় স্প্যানিশ কোপা ডেল রে’র ফাইনালের জার্সি রিহার্সালও বলা যেতে পারে। কেননা প্রতিযোগিতাটির চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে এই দু’দলই।

সেভিয়ার মাঠে সর্বশেষ খেলায় পরাজয় মানলেও এবারের লড়াইয়ে শক্তি-সামর্থ্য ও ধারাবাহিকতায় এগিয়ে আছে বার্সেলোনা। কেননা কাতালান দলটির মাঠে সেভিয়ার অতীত তেমন ভালো নয়। লা লিগায় ক্যাম্প ন্যুতে এসে সর্বশেষ ১২ খেলার একটিতেও জয় পায়নি তারা। এই মাঠে তাদের সর্বশেষ জয়টি ছিলো ২০০০ সালে, ২-০ গোলের। তাছাড়া প্রতিপক্ষের মাঠে সেভিয়ার পারফরম্যান্সও আশানুরূপ নয়।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা এবারো শিরোপা ধরে রাখার পথেই এগিয়ে চলছে। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো থেকে এনরিকের দল আট পয়েন্টের ব্যবধান নিয়ে এগিয়ে ছিলো। ২৫ খেলা থেকে তাদের পয়েন্ট সর্বোচ্চ ৬৩। অতিথি সেভিয়ার বিপক্ষে জয় পেলে ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরো জোরাল করবে বার্সা।

খেলাটির আগে বার্সা শিবির বেশ ফুরফুরে। সর্বশেষ খেলায় আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। দুটি গোলই এসেছে বার্সা তারকা লিওনেল মেসির কাছ থেকে। সর্বশেষ খেলায় চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো করেছে সেভিয়াও। এফসি বাসেলের মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে তারা। জয়ের প্রত্যাশা থাকছে বার্সার বিপক্ষেও।

এমনটিই জানালেন দলের মিডফিল্ডার ভিসেন্তে ইবোরা— ‘বার্সেলোনার বিপক্ষে খেলা সব সময়ই প্রেরণাদায়ক। ভালো একটি খেলা উপহার দেয়ার জন্য আমরা কাজ করেছি। আমি নিশ্চিত যে, আমরা যে কোনো মাঠেই খেলতে সক্ষম; তাহলে ক্যাম্প ন্যুতে কেন নয়?’ সেভিয়ার মিডফিল্ডারটি আরো বলেন, ‘আমরা জানি তারা (বার্সা) কেমন ভালো খেলে। শুধু আক্রমণেই নয়, রক্ষণভাগেও তারা ভালো খেলে। তাদের বিপক্ষে আমাদের অবশ্যই একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে এবং গোলের সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে।’—সকারওয়ে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: