জোড়া আঘাতে লন্ডভন্ড শ্রীলঙ্কা

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১২ এএম

স্পোর্টস ডেস্ক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে মাঠে নেমেছে লঙ্কান শিবির।

শুরুটা ভালো হতে পারত বাংলাদেশের। তবে সৌম্যের হাতটি পিচ্ছিল থাকায় হয়নি। প্রথম ওভার বল করতে আসেন তাসকিন। প্রথম বলে রান দেননি। দ্বিতীয় বলে দিনেশ চান্দিমাল ক্যাচ দেন প্রথম স্লিপে থাকা সৌম্যের হাতে। কিন্তু তা লুফে নিতে পারেননি সৌম্য। বেঁচে যান চান্দিমাল।

তবে এর কিছুক্ষণ পরই প্রথম ভুলের প্রায়শ্চিত্ত করেন সৌম্য। তৃতীয় ওভারে প্রথম বল করতে আসেন সাকিব আল হাসান। তার করা প্রথম বলেই ক্যাচ তুলে দেন দিলশান। লং অনেএবার আর ক্যাচ লুফে নিতে ভুল করেননি সৌম্য। ক্যাচটি ছিল দুর্দান্তই। শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন।

আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদউল্লাহও ধারাবাহিক ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাট হাতে অপরাজিত ২৩ রানের পাশাপাশি লঙ্কান শিবিরে বল হাতেও আঘাত হানেন তিনি। তুলে নিয়েছেন ক্রমশই ভয়ঙ্কর হয়ে চান্দিমাল। পরের ওভারেই সিহান জয়সুরিয়াকে ফেরান সাকিব।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৮৪ রান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: