বই মেলায় ভাঙনের সুর, আজই শেষ দিন

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০৪ এএম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ সোমবার। অমর একুশে গ্রন্থমেলায় বই বিক্রির ধুমই বলে দিচ্ছে মেলার ভাঙনের সুর বেজে উঠেছে। মেলার অধিকাংশ স্টলেই বই বিক্রির ধুম চলছে। যারাই মেলা চত্বর ছেড়ে বাড়ি ফিরছেন, তাদের মধ্যে খুব কম হাতই দেখা যাচ্ছে যে হাতে বই নেই। গ্রন্থানুরাগী অনেকের আবার দুইহাত ভর্তি বই দেখা গেছে। কেউ কেউ তো বিশাল আকারের ব্যাগ নিয়ে এসেছেন বই কিনতে। এসবই বলে দিচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার আছে শুধুমাত্র আজকের দিন।

মেলায় যারা নিয়মিত বা অনিয়মিতভাবে আসতেন তারা শেষ দিনেও হাজিরা দিতে চান। আর যারা আগে আসেননি, তারাও বঞ্চিত হতে চান না এই প্রাণের উৎসব থেকে। সে কারণে শেষ দিনে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামবে বলে আশা করছেন প্রকাশক এবং বিক্রয়কর্মীরা।

এদিকে রোববার বিকেল থেকেই গ্রন্থমেলায় নেমেছিল মানুষের ঢল। প্রায় সবার হাতে হাতে ছিল বই। কিছু স্টলে ছিল উপচে পড়া ভিড়। বই কিনে সবাই হাসিমুখে বাড়ি ফিরছেন। ভিড় ঠেলে, স্টলের সামনে দীর্ঘসময় অপেক্ষা করে বই সংগ্রহ করেছেন অনেকেই। মা-বাবা, ছেলে-মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে কিনেছেন বই। কেউ কেউ ছবি তুলেছেন মেলায় আসা প্রিয় লেখকের সঙ্গে, অনেকে নিয়েছেন অটোগ্রাফ। ছবি তুলছেন ভাষাশহীদদের প্রতিকৃতিসহ একাডেমির বিভিন্ন অবকাঠামোর সামনে দাঁড়িয়ে।

বন্ধুদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে আড্ডায় দিন কাটিয়েছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকাশকরাও শেষবারের মতো নতুন প্রকাশনা আর শেষ হয়ে যাওয়া বইয়ের নতুন মুদ্রণ নিয়ে দৌড়-ঝাপ করেছেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবারের বইমেলা। একটি স্টলে আগুন দেওয়ার চেষ্টা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনায় ছাড়াই ভালোভাবে শেষ হচ্ছে এবারের আয়োজন। অন্যান্য বছরের তুলনায় মেলার পরিধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভালো থাকায় স্বাচ্ছন্দ্যে বই কিনেছেন পাঠকরা।

তবে মেলার শেষের দিকে শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতির সম্মুখীন হন প্রকাশকরা। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় বাড়ানো হলেও গ্রন্থমেলার সময় আরো বাড়ানো দাবি করেছেন প্রকাশকরা। কিন্তু এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের বক্তব্য সুস্পষ্ট। ফেব্রুয়ারি মাসের বাইরে মেলার সময় একদিনও বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি সাথে এই বইমেলার যোগসূত্র রয়েছে। তাই কোনোভাবেই এই ঐতিহ্য ভেঙে বইমেলার সময় বাড়ানো সম্ভব নয়। একাডেমির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার শেষ হচ্ছে বই নিয়ে দেশের সবচেয়ে বড় মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’। আরেকটি একুশে গ্রন্থশেলা মেলার জন্য বইপ্রেমী-লেখকদের অপেক্ষা করতে হবে এগারো মাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: