বেনাপোলে সার্ভারে ত্রুটি, আটকা পড়েছেন পাসপোর্ট যাত্রীরা

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৩০ পিএম

যশোর প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার ত্রুটির কারণে দেশি-বিদেশি কয়েকশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন। সোমবার ভোর থেকে কর্তৃপক্ষ পাসপোর্টের কাজ করতে পারছে না।

এ ঘটনায় যাত্রীরা বলছেন, ব্যবসা, চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে প্রতিদিন এপথে সাড়ে তিন থেকে চার হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। অনলাইন প্রক্রিয়ায় পাসপোর্টের কাজ করতে গিয়ে সার্ভার সমস্যায় প্রায়ই যাত্রীরা আটকা পড়েন। তাই এর বিকল্প ব্যবস্থা থাকা দরকার।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকা অফিসের সঙ্গে যোগাযোগ করে সার্ভার সচলের চেষ্টা করা হচ্ছে। সচল হলেই পাসপোর্টের কাজ শুরু হবে। আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা ইমিগ্রেশন ভবনে অপেক্ষা করছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: