সরকারি চাকুরীতে ২৪ হাজার 'ভুতুড়ে কর্মচারী'

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২৭ পিএম

নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয় সে দেশের সরকারী বেতন তালিকা থেকে ২৪ হাজার কর্মচারীর নাম দিয়েছে কারণ বাস্তবে এসব কর্মচারীর কোন অস্তিত্ব নেই।এর ফলে দেশটিতে প্রতিমাসে সাড়ে এগারো মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

অভিযোগ ছিল নাইজেরিয়ার সরকারী চাকরীতে কাগজ-পত্রে এমন অনেক কর্মচারীর নাম রয়েছে যাদের বাস্তবে কোন অস্তিত্ব নেই। তাদের নাম ব্যবহার করে অন্য কেউ সে বেতন নিয়ে যাচ্ছে। এই অভিযোগের পরে দেশটির অর্থ মন্ত্রণালয় এটি নিরীক্ষা চালায়।

গত বছর নাইজেরিয়াতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতাসীন হবার পরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। তার অংশ হিসেবে সরকারী চাকুরীতে এই নিরীক্ষা চালানো হয়।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জ্বালানী তেল উৎপাদনকারী। দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ার অর্থনীতি থমকে গেছে।

সরকারী চাকুরীতে নিরীক্ষার বিষয়টি শুরু হয় গত ডিসেম্বরে। যেসব ব্যাংক হিসেবে সরকারী বেতন পরিশোধ করা হতো সেসব হিসেবের সাথে কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করা হয়।

এতে যায় ২৪ হাজার মানুষের কোন অস্তিত্ব নেই। নাইজেরিয়ার অর্থ মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত বিরতিতে এই নিরীক্ষা অব্যাহত থাকবে। বিবিসি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: