রাজশাহী পাসপোর্ট অফিসে ৯ দালাল গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২৮ এএম

রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার সকালে এই অভিযান চালানো হয়। রাজশাহী র‌্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার শ্যামল চৌধুরী জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা মানুষকে পাসপোর্ট করে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ আদায় করত।

বেশ কিছুদিন ধরেই র‌্যাবের কাছে এমন অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে আজ সকালে পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালানো হয় বলে জানান এএসপি শ্যামল চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেই সময় ঘটনাস্থল থেকে ৯ দালালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে নিজেদের দোষ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট তাঁদের ১৫ দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে দণ্ডাদেশপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: