সাত খুন মামলার স্বাক্ষ্যগ্রহণ চলছে

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৪১ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: চাঞ্চল্যকর সাত খুন মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচূত প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

সাত খুন মামলায় গত ২৫ ফেব্রুয়ারি স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য থাকলেও অসুস্থ্যতার কারণে র‌্যাবের প্রাক্তন সিও তারেক সাঈদকে আদালতে হাজির না করায় স্বাক্ষ্যগ্রহণ হয়নি। এ আগে গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুইটি মামলার চার্জগঠন করা হলে ২৫ ফেব্রুয়ারি মামলার নির্ধারিত তারিখে স্বাক্ষ্যগ্রহণের আদেশ প্রদান করেন আলাদাত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: