মিরসরাইয়ে ৯টি ইউনিয়নের ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৭ পিএম

ইলিয়াছ রিপন,
মিরসরাই, চট্টগ্রাম:

জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রামের মিরসরাইয়ে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো তালিকাটি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে পৌঁছেছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মিরসরাইয়ের ৯টি ইউনিয়নে ধাণের শীষ প্রতীকের প্রার্থীদের তালিকার চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সেলিম।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ধাণের শীষ প্রতীক পাচ্ছেন যারা - ২নং হিঙ্গুলীতে উপজেলা কৃষকদলের আহবায়ক ইউসুফ জমিদার, ৩নং জোরারগঞ্জে ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা জমির উদ্দিন, ৪নং ধুমে ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ হাবিবুল্লাহ, ৫নং ওমমানপুরে ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মহসিন, ৬নং ইছাখালীতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল মোস্তফা, ৭নং কাটাছরার ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ শহীদ, ৮নং দুর্গাপুর ইউনিয়নে উপজেলা জাসাসের আহবায়ক প্রফেসর সেলিম নিজামী, ৯নং মিরসরাই সদর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য মফিজ উদ্দিন এবং ১৬নং সাহেরখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ বদরুদ্দৌজা।

উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সেলিম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক এবং উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি তৃণমূলের মতামত নিয়ে ৯টি ইউনিয়নের ধানের শীষের প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছেন। আগামী দু’এক দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ধানের শীষ প্রতীকে প্রার্থীদের তালিকা অনুমোদন দিবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: