BD24Live
ঢাকা, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭, ৮ মাঘ ১৪২৩

ইবির বঙ্গবন্ধু হলে নতুন প্রভোস্ট

২০১৭ জানুয়ারি ১২ ০১:১৮:১৮
ইবির বঙ্গবন্ধু হলে নতুন প্রভোস্ট

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। তিনি সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী শিক্ষা ছুটিতে দেশের বাইরে অবস্থান করায় গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদকে আগামী এক বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেন। বুধবার (আজ) হলের প্রভোস্টের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুল হক আম্বিয়া, সাদ্দাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষ সহকারী অধ্যাপক বখতিয়ার হোসেন প্রমুখ।

পাঠকের মতামত:

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবররে