BD24Live
ঢাকা, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭, ৮ মাঘ ১৪২৩

বোনকে বিয়ে করতে চাওয়া বাবার সঙ্গে আলিয়া

২০১৭ জানুয়ারি ১২ ০১:২১:৫৪
বোনকে বিয়ে করতে চাওয়া বাবার সঙ্গে আলিয়া

বিনোদন ডেস্ক: বাবা মহেশ ভট্ট বলিউডে নিজের ধারার কাজ করছেন। আবার আলিয়াও মাত্র ২৩ বছর বয়সে বেছে বেছে স্ক্রিপ্টে সই করছেন। কর্মাশিয়াল তো রয়েইছে। তাঁর পছন্দের চিত্রনাট্যের মধ্যে রয়েছে অন্য ধারার ছবিও। তাঁর সঙ্গে ছবিতে শাহরুখ খান থাকুন বা সিদ্ধার্থ মালহোত্র— আলিয়া নজর কেড়েছেন সবেতেই।

এ হেন আলিয়া বাড়িতেও বাবার খুব আদুরে। বাবাই তাঁর ক্যারিয়ার গাইড। এবার বাবার একটি অসাধারণ ছবি তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিজ্ঞাপনের প্রচারে আলিয়ার হোর্ডিং রয়েছে রাস্তায়। যেখানে তিনি সেলফি তুলছেন। আলিয়ার সেই হোর্ডিংয়ের সামনেই রাস্তায় দাঁড়িয়ে মহেশও সেলফি তুলছেন।

ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘যখন আমার বাবা রাস্তায় দাঁড়িয়ে পড়েন, আর আমার সেলফির হোর্ডিংয়ের সামনে নিজেও সেলফি তোলেন— এর থেকে বেশি আমার আর কী চাওয়ার থাকতে পারে?’ আলিয়ার এই পোস্ট ওয়েব দুনিয়ায় বেশ পছন্দ করছেন অনুরাগীরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবররে