BD24Live
ঢাকা, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭, ৮ মাঘ ১৪২৩

বাংলাদেশ টেস্টে ভাল করবে

২০১৭ জানুয়ারি ১২ ০১:২৬:১৬
বাংলাদেশ টেস্টে ভাল করবে

স্পোর্টস ডেস্ক: গেল দুইবছর ধরেই ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। অথচ সে সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পাননি টাইগাররা। খুব ভালো না করলেও টি-টোয়েন্টিতেও সফল ছিলেন তারা। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও ভরাডুবি তাদের। সেখানে এখন সাদা জার্সিতে সংগ্রাম করা বাংলাদেশ কতটুকু পেরে উঠবে কিউইদের বিপক্ষে? আশাবাদীরাও যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে আশার আলো দেখছেন বিসিবি’র গেম ডেভলপম্যান্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আশা করছি যে টেস্টে বাংলাদেশ ভালো করবে। কারণ হলো- ওই কন্ডিশনে টিকে থাকার জন্য যে কৌশল দরকার সেটা ওদের জানা আছে। তবে সেক্ষেত্রে আরেকটু দায়িত্ববান হতে হবে তাদের। অনেকের সঙ্গে হয়তো মিলবে না। কারণ এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা।’

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এ কথা ভালো করেই জানেন ফাহিম। সেখানে ব্যাটসম্যানদের সংগ্রামও দেখেছেন তিনি। আরও জানেন ওয়ানডে ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটের উইকেট আরও কঠিন হবে। তারপরও সেই ওয়ানডে ক্রিকেটের ব্যাটিংই আশা যোগাচ্ছে তাকে।

‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উভয়ক্ষেত্রেই উইকেটে বাউন্স ছিল, গতিও ছিল। এমনকি টেস্টে হয়তো আরও কঠিন হবে উইকেটগুলো। কিন্তু আমি কখনোই আমাদের ব্যাটসম্যানদের অস্বস্তিতে পড়তে দেখিনি। পেস ও বাউন্সের জন্য যেমন অস্বস্তি হওয়ার কথা; সেটা হয়নি। আমাদের সমস্যা ছিল দ্রুত রান তুলতে গিয়ে উইকেট খুইয়েছি।’

পাঠকের মতামত:

স্পোর্টস এর সর্বশেষ খবর

স্পোর্টস - এর সব খবররে