আরিফুলের ব্যাটে খুলনার সম্মানজনক স্কোর

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে আবারো জ্বলে উঠলেন আরিফুল হক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিনিস্টার গ্রুপ রাজশাহী বিপক্ষে আরিফুলের ব্যাটেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। ৩১ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার মেরেছেন আরিফুল। শামিম হোসেন ৩৫ ও ওপেনার এনামুল হক বিজয় ২৬ রান করেন।
রাজশাহীর পক্ষে দুটি উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। এছাড়া মেহেদি হাসান, এবাদত হোসেন ও আরাফাত সানি একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে খুলনা। প্রথম ম্যাচের মত এ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন ইমরুল কায়েস। দলীয় ৫১ রানে ৫ উইকেট হারায় খুলনা। সেখান থেকে দলকে টেনে তুলেন আরিফুল, শামিম, শহিদুলরা। গত মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৪ ছক্কা মেরে খুলনাকে জিতিয়েছিলেন আরিফুল।
কেএ/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: