খুব বেশি সুবিধা করতে পারেনি সাকিব

ব্যাট হাতে আবারো ব্যার্থ হয়েছেন সাকিব আল হাসান । গেল ম্যাচের মত এই ম্যাচেও আনামুল বিজয়ের সাথে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন এই অলারাউন্ডার।
কিন্ত খুব বেশি সুবিধা করতে পারেনি সাকিব। ৯ বল খেলে ১১ রান করেছেন এই অলরাউন্ডার। ১১ রানের ইনিংসে দুটি চারের মার থাকলেও ইনিংস লম্বা করতে পারেনি সাকিব।
৩ দশমিক ২ ওভারে দলীয় ১৯ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। সাকিবের স্বরুপে ফেরার অপেক্ষার প্রহর আরো বাড়লো সাকিব ভক্তদের সামনে।
ঢাকার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুবেল, অভিষিক্ত শফিকুলের শিকার ২ উইকেট। মাত্র ১টি উইকেট পেলেও চার ওভারের স্পেলে ১০ রানের বেশি খরচ করেননি নাসুম। এছাড়া ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন নাইম হাসান।
এআইআ/এইচি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: