টাইফুনে ভিয়েতনামে অন্তত ২১ জনের মৃত্যু

মধ্য ভিয়েতনামে প্রলয়ংকরী এক টাইফুন মোলাভের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং এতে অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে বুধবার টাইফুন মলাভে আঘাত হানে। এর ফলে গাছপালা উপড়ে গেছে, বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং আগে থেকেই বন্যায় আক্রান্ত এসব এলাকায় প্রবল বর্ষণ শুরু হয়েছে।
কোয়াং ন্যাম প্রদেশে প্রবল বর্ষণের পর পৃথক দুটি ভূমিধসে ৫৩ জন নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কাদামাটির নিচ থেকে এ পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে আরও ৪৫ জনের দেহ মাটির নিচে চাপা পড়ে আছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ত্রিঞ্চ দিঞ্চ ডাং বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। বহু লোক কাদামটির নিচে চাপা পড়েছে। তাদের উদ্ধারেও বেগ পেতে হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, উপড়ে পড়া গাছপালা ও কাদার কারণে রাস্তা বন্ধ হওয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে রীতিমতো লড়াই চালাতে হচ্ছে। উদ্ধার দলে সেনা সদস্যও রয়েছে।
চলতি মাসে ভিয়েতনামে আঘাত হানা চতুর্থ ঝড় ‘মলাভে’। এই ঝড়ের কারণে কর্তৃপক্ষ ৩ লাখ ৭৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরাতে বাধ্য হয়। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। এটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বয়ে এসে দানাং এর দক্ষিণাঞ্চলে আঘাত হানে।
ভিয়েতনাম সাধারণত বর্ষা মৌসুমে জুন এবং নভেম্বরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় পরিণত হয়। বিগত কয়েক বছরের মধ্যে এবারের পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ হয়ে ওঠে।
কেএ/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
- গ্যাসের সমস্যা দূর করে পেঁপে
- চুল পড়া রোধে করণীয়
- নিয়মিত খেজুর খেলে যত উপকার
- দাঁতের হলদে ভাব দূর করার উপায়
- খাদ্যাভ্যাসে চিনির পরিমাণে কমতে পারে শুক্রাণুর মান
- সুস্থ থাকতে যেসব সবজি খাবেন
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: