দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল গফুর (৪০) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের মৃত হাজি আব্দুল খালেক মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর।
হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
এদিকে নিহত আব্দুল গফুরের লাশ দেশে নিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও চেষ্টা করছেন বলে জানান তার বেয়াই উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: