ট্রাক-পিকআপ সংঘর্ষ
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: প্রতীকী
নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) সকাল ৭ টার দিকে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা রানীগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে নাটোর আসার পথে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাককে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন আরোহী মারা যায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়র হোসেন ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: